বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি গত ১১ সেপ্টেম্বর ২০২৫ রাঙামাটির সিআইপিডি, টিটিসি রোডে এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছে।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড মোঃ মাহবুব হোসাইন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান (অবঃ), সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপ্যাল, ট্রেনিং একাডেমি, ট্রাস্ট ব্যাংক পিএলসি।
কর্মসূচিতে রাঙামাটির ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। এক মাসব্যাপী প্রশিক্ষণে তারা হাতে-কলমে ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাশক্তি অর্জন করবেন। ব্যাংকের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই প্রশিক্ষণ তরুণদের উদ্যোক্তা মনোভাব গড়ে তুলবে এবং আত্মনির্ভর বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

