প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ বা রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। তবে তারা এখনো একটি বৈধ রাজনৈতিক দল।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে ড. ইউনূস বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে। নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব তাদের, তাই তারাই ভালোভাবে জানাবে কোন দল অংশ নিতে পারবে।

তিনি বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে বলে আমি মনে করি না, তবে তাদের সমর্থক আছে। তারা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন। তবে ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

ড. ইউনূস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে এবং নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে সবসময় অন্যকে দায়ী করেছে।

২৯ সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version