দেশের মোবাইল গ্যাজেট ও অ্যাক্সেসরিজ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড এবং দারুণ ফিনটেক-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ)স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দারুণ ফিনটেকের ক্রেতারা এখন থেকে ম্যাংগো ইন্টারন্যাশনালের সব পণ্য কিনতে পারবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর লালমাটিয়ায় ম্যাংগো ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ম্যাংগো ইন্টারন্যাশনালের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ তৌফিকুল ইসলাম এবং দারুণ ফিনটেকের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিওও উত্তম পল।

চুক্তি অনুযায়ী, দুই পক্ষ পারস্পরিক স্বার্থ, নীতি এবং নিয়ম মেনে নির্ধারিত শর্তে সেবা ও সহযোগিতা প্রদান করবে। এর ফলে ম্যাংগো ইন্টারন্যাশনালের জনপ্রিয় ব্র্যান্ড সিনজি, মিব্রো, ম্যাংগো ও ইডব্লিউ-এর পণ্য দারুণ ফিনটেক প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যাবে।

ম্যাংগো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ফিনটেকের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এখন গ্রাহকরা আমাদের সব পণ্য দারুণ ফিনটেক থেকে কিস্তির মাধ্যমে কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়াই কিনতে পারবেন-দারুণ ফিনটেকের নীতিমালা অনুযায়ী।

চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালীভাবে পরিচালনা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version