দেশের মোবাইল গ্যাজেট ও অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠান ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের বিক্রয় সম্প্রসারণ এবং লিড জেনারেশনের জন্য দুইজন ‘টেলিমার্কেটিং এক্সিকিউটিভ’ নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি একটি টার্গেট-ভিত্তিক পদ, যেখানে প্রার্থীকে চমৎকার ফোনে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

প্রার্থী নির্বাচনের জন্য ন্যূনতম ১ বছরের টেলিমার্কেটিং, টেলিসেলস বা কল সেন্টার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাংলা ভাষায় সাবলীল যোগাযোগ অপরিহার্য, ইংরেজি জানা থাকলে তা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে। মোবাইল গ্যাজেট ও ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ সম্পর্কে জ্ঞান থাকলেও সুবিধা পাওয়া যাবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে উচ্চ-ভলিউম আউটবাউন্ড কলের মাধ্যমে পণ্য প্রচার করা, অর্ডার নিশ্চিত করা, দৈনিক ও মাসিক বিক্রয় টার্গেট পূরণ করা, গ্রাহকের আপত্তি সমাধান করা এবং সিআরএম সিস্টেমে তথ্য সঠিকভাবে রেকর্ড রাখা। এছাড়া ফেসবুক পেজ পরিচালনা এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহক যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।

প্রতিষ্ঠান সূত্র জানায়, প্রার্থীদের প্রতিযোগিতামূলক বেতন এবং আকর্ষণীয় সেলস কমিশন কাঠামো প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা তাদের হালনাগাদ সিভি mtoufiq.bd@gmail.com ইমেইল করতে পারবেন। এছাড়াও সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে প্রতিষ্ঠানটির ঠিকানায়: ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড, ৩/১বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫।

Share.
Exit mobile version