মেট্রোরেল ও রাজধানীর সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট আবেদন দাখিল করেন। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনের ওপর চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিটে বলা হয়েছে, মেট্রোরেলসহ বিভিন্ন উড়ালসড়কে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ঠিক থাকলে কেন তা খুলে পড়ে দুর্ঘটনা ঘটছে—তা তদন্তে একটি স্বাধীন কমিটি গঠন করা জরুরি।

এর আগে রোববার ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম (৩৬) নিহত হন। এ ঘটনায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার জানাজা শেষে লাশ দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেঁটে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি পড়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share.
Exit mobile version