যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।

গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থনা চলাকালে হঠাৎ গির্জার সামনের দিকে গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক বন্দুকধারী। এরপর তিনি নির্বিচারে গুলি চালান এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। দ্রুত সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দায়িত্বরত সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময় হয়। পরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তদন্তকারীরা প্রাথমিকভাবে হামলাকারীর পরিচয় শনাক্ত করেছেন থমাস জ্যাকব সানফোর্ড হিসেবে। ৪০ বছর বয়সী এ বন্দুকধারী মিশিগানের পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা।

এ হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। খবর: সিএনএন

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version