মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

‘দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে—গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

সম্মেলনে ব্যাংকের ১৫৩টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম ও আলহাজ্ব মোশাররফ হোসেন, এবং ডিএমডি ও সিএফও ড. তাপস চন্দ্র পাল।

এছাড়া বিজনেস সেশনে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন ও শাহ্ মোঃ সোহেল খুরশীদ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বৈশ্বিক ও দেশীয় অস্থিরতার মধ্যেও ২০২৫ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরূপ হয়েছে। একই সঙ্গে খেলাপি ঋণের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারাকে গত এক বছরের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। এ সাফল্য সুশাসন, সদিচ্ছা ও গ্রাহকদের স্বার্থরক্ষায় ব্যাংকের দৃঢ় অবস্থানের প্রতিফলন বলেও মন্তব্য করেন চেয়ারম্যান।

ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৬ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ এবং বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে কৃষি ও এসএমই খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তির আধুনিক সংযোজনের মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নয়ন এবং উদ্ভাবনী ও স্মার্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version