ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি কোচে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বগিটির কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানান, ভোরে কোচ ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা ছিল ট্রেনটি। সে সময় দুর্বৃত্তরা গানপাউডার ও পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে সিটে আগুন ধরিয়ে দেয়। টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।
তিনি জানান, আগুন নেভানোর পর দেখা যায় বগির ২৭ থেকে ৩২ নম্বর সিট আংশিক পুড়ে গেছে। তবে সকাল ৬টার নির্ধারিত সময়ে ট্রেনটি যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশে স্বাভাবিকভাবে ছেড়ে গেছে।
আরএনবির ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে কয়েকজন দুর্বৃত্ত ট্রেনে আগুন দিতে চেয়েছিল। আগুন লাগার মুহূর্তে আরএনবির সদস্যরা এক সন্দেহভাজনকে দেখতে পেলে ধাওয়া করেন, কিন্তু অন্ধকারের কারণে তাকে আটক করা যায়নি। পরে পানিতে ভেজানো জ্যাকেট ও পানি ছিটিয়ে দ্রুত আগুন নেভানো হয়।
তিনি আরও জানান, কোচের ভেতরে আরও কিছু সিটে দাহ্য মিশ্রণ ছড়ানো ছিল, যা দ্রুত আগুন ছড়িয়ে দিতে পারত। বিষয়টি নাশকতা কিনা-তা তদন্ত করে দেখা হচ্ছে।
ম্যাংগোটিভি/আরএইচ
