মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূমিকম্পে চারপাশ হালকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া ছাড়াও চট্টগ্রাম শহরেও কম্পন অনুভূত হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share.
Exit mobile version