দেশে পুনরাবৃত্ত ভূমিকম্প এবং এতে শিক্ষার্থীদের আহত হওয়া ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোববারের (২৩ নভেম্বর) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের কারণে কিছু শিক্ষার্থী আহত এবং সার্বিকভাবে ক্যাম্পাসে আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ায় আগামীকাল ২৩ নভেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এতে আতঙ্কে অনেক শিক্ষার্থী হল ও ক্যাম্পাস ছাড়েন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version