সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীর মেট্রোরেলের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ নিশ্চিত করেছেন, ভূমিকম্পের পর মেট্রোরেলের কাঠামো বা যান্ত্রিক অংশে কোনো সমস্যা দেখা যায়নি।

সোমবার (১ ডিসেম্বর) উত্তাড়া ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট (স্থানচ্যুতি) হয়নি।’

তিনি জানান, ভূমিকম্পের পর যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো মেট্রোরেলের অবকাঠামো চার থেকে পাঁচ ঘণ্টা ধরে শারীরিকভাবে পরীক্ষা করা হয়েছে। এ সময় যান্ত্রিক ত্রুটি বা সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে বিশেষজ্ঞ কর্মকর্তা ও প্রকৌশলীরা মাঠে ছিলেন।

ফারুক আহমেদ বলেন, ‘যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান কাজ। কোনো দুর্ঘটনা ঘটলে সবার আগে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভূমিকম্পের পর আমরা ফিজিক্যাল চেক করেছি সব স্ট্রাকচার। এরপর পাবলিক সার্ভিস শুরুর আগে টেস্ট রান চালানো হয়-দুই দিক থেকে দুটি ট্রেন চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও জানান, ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডগুলোও ম্যানুয়ালি পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা-নিরীক্ষার কারণে সেদিন মেট্রোরেল চলতে ২৭ মিনিট বিলম্ব হয়।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version