রাজধানীর কামরাঙ্গীরচরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় আসামি আনিছ আহম্মেদ নীলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে ধর্ষণের দায়ে আনিছ আহম্মেদ নীলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, আর অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বর্তমানে পলাতক। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে বা পুলিশ গ্রেপ্তার করলে তার সাজা কার্যকর হবে।

মামলার অভিযোগে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে আসামি আনিছ আহম্মেদ নীলের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরিচয়ের সূত্র ধরে তিনি ভিকটিমকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন।

২০১৭ সালের ৩০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মেয়েটি। পরে আর বাসায় ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, ওইদিন বিকেলে কামরাঙ্গীরচর থানা এলাকার বড়গ্রাম চেয়ারম্যান বাড়ি মোড়ে পৌঁছালে আসামি নীলসহ তিন–চারজন মিলে মেয়েটিকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

পরে ভিকটিমের বাবা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। ২০১৮ সালের ৩১ মার্চ মামলাটি তদন্ত শেষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচার চলাকালে আদালত মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সব দিক বিবেচনা করে আদালত আজ আসামি আনিছ আহম্মেদ নীলের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version