এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শিরোপা লড়াইয়ে নামবে দুই দল। সাম্প্রতিক ফর্ম ও খেলার ধরন অনুযায়ী ভারতকে এগিয়ে রাখলেও, ইতিহাসের ১০টি ফাইনাল নিয়ে পাকিস্তানের ঝুঁকি এখনও বড়।
১৯৮৫ থেকে ২০১৭ পর্যন্ত ১০বার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান সাতবার জয়ী হয়েছে।
ভারত-পাকিস্তানের ফাইনাল ইতিহাসের উল্লেখযোগ্য লড়াইগুলো:
১৯৮৫, মেলবোর্ন: ভারত ৮ উইকেটে জয়ী, সুনীল গাভাস্কার নেতৃত্বে। ১৯৮৬, অস্ট্রাল-এশিয়া কাপ: পাকিস্তান শেষ বলে জাভেদ মিঁয়াদাদের ছক্কায় ১ উইকেটে জয়ী। ১৯৯১, উইলস ট্রফি: পাকিস্তান ভারতকে ৭২ রানে হারায়। ১৯৯৪, অস্ট্রাল-এশিয়া কাপ: পাকিস্তান ৩৯ রানে জয়ী। ১৯৯৪, ঢাকায় ইন্ডিপেনডেন্ট কাপ: ভারত ৩ উইকেটে জয়ী। ১৯৯৯, বেঙ্গালুরু ও শারজাহ: পাকিস্তান ১২৩ রান এবং ৮ উইকেটে জয়ী। ২০০৭, প্রথম টি-২০ বিশ্বকাপ ফাইনাল, জোহানেসবার্গ: ভারত ৫ রানে জয়ী। ২০০৮, ঢাকায় কিটলি কাপ: পাকিস্তান ২৫ রানে জয়ী। ২০১৭, চ্যাম্পিয়ন্স ট্রফি, দ্য ওভাল: পাকিস্তান ভারতকে ১৮০ রানে হারায়।
ফাইনালের হিসাব অনুযায়ী, পাকিস্তান ৬-৩ ভারতকে এগিয়ে রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের আধিপত্য বৃদ্ধি পেয়েছে, তাই এবারের এশিয়া কাপ ফাইনালেও পাকিস্তানের জয় নিশ্চিত নয়।

