টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন করে ভারতের অন্য কোনো শহরে ম্যাচ আয়োজনের প্রস্তাবেও বাংলাদেশ নতি স্বীকার করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশবিরোধী একটি বৈরী পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির চাপে পড়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার বিষয়ে নীরব সমর্থন দেয়, তখন আর নতুন করে কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয়। বাজার ব্যবস্থাপনা বা বাণিজ্যিক স্বার্থের ভিত্তিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না।’

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন রয়েছে, আইসিসি কলকাতার পরিবর্তে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করছে।

এ বিষয়ে আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, ‘চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের অবস্থান পরিষ্কার—ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। ভেন্যু পরিবর্তন করতে হলে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা যেতে পারে, এতে আমাদের আপত্তি নেই।’

তিনি বলেন, আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং কোনো নির্দিষ্ট দেশের প্রভাবমুক্তভাবে পরিচালিত হয়, তাহলে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি অবশ্যই বিবেচনায় নেবে।

বিসিবি সূত্র জানায়, আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে।

Share.
Exit mobile version