আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোথাও যদি ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কেউই দায় এড়াতে পারবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করা যায় এবং সবাই যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে—এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা যাতে না ঘটে, সে জন্য সব বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, এবার সরকারি কর্মকর্তারা নির্দ্বিধায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কোনো দলের পক্ষে অবস্থান নেবেন না, কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিও করবেন না। সরকারি কর্মচারী হিসেবে তাদের দায়িত্ব পালন করতে হবে।

শেরপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো কোনো ক্ষেত্রে গ্রেপ্তার করতে সময় লাগতে পারে। তবে যারা এই ঘটনায় জড়িত, তারা অবশ্যই আইনের আওতায় আসবে।

প্রশাসনের উপস্থিতি থাকা সত্ত্বেও মারামারির ঘটনা ঘটে যাওয়ার বিষয়ে তিনি বলেন, অনেক সময় হঠাৎ করে মানুষে মানুষে সংঘর্ষ শুরু হলে তাৎক্ষণিকভাবে থামানো কিছুটা কঠিন হয়ে পড়ে।

নির্বাচনের দিনও একই পরিস্থিতি হতে পারে কি না-এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন সবচেয়ে ভালো ও সুষ্ঠু হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়ন পর্যন্ত অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস সবসময়ই প্রস্তুত থাকে। বিশেষ করে বয়স্ক ভোটারদের সহায়তার জন্য এসব ব্যবস্থা রাখা হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version