চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যত বৈদেশিক ঋণ ছাড় হয়েছে, প্রায় একই পরিমাণ অর্থ ঋণের সুদ ও আসল হিসেবে পরিশোধ করেছে বাংলাদেশ।
রোববার (৩০ নভেম্বর) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে বাংলাদেশকে উন্নয়ন সহায়তা হিসেবে ছাড় করা হয়েছে ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। অন্যদিকে বিভিন্ন ঋণে সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করা হয়েছে ১ দশমিক ৫৮৫ বিলিয়ন ডলার।
ইআরডি জানায়, জুলাই-অক্টোবর সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি এসেছে ১ দশমিক ২০৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ২৫৪.৫৭ মিলিয়ন ডলার থেকে প্রায় ৩৭৫ শতাংশ বেশি।
গত অর্থবছরের জুলাইয়ে গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর ঋণ আলোচনা ও অনুমোদন প্রক্রিয়া প্রায় স্থবির হয়ে পড়েছিল। ওই পরিস্থিতির প্রভাব পড়ে প্রতিশ্রুত সহায়তার পরিমাণেও। চলতি বছর পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় প্রতিশ্রুত ঋণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
অর্থবছরের প্রথম চার মাসে ছাড়কৃত ঋণের পরিমাণও বেড়েছে। এবারে ছাড় হয়েছে ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১ দশমিক ২০ বিলিয়ন ডলার-যা বেড়েছে ৩৮ দশমিক ৫১ শতাংশ।

