নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় উপজেলার চৌরাস্তা ও কেন্দুরবাগ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে পাইকারি পর্যায়ে এক হাজার ৩২৩ টাকা দামের গ্যাস সিলিন্ডার এক হাজার ৫০০ টাকায় বিক্রি করায় মৃত আব্দুল গোফরানের ছেলে লোকমান হোসেনকে (৫৫) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কোরবান আলীর ছেলে আব্দুল হককে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

Share.
Exit mobile version