আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য-‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হবে ‘গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান’। অনুষ্ঠানে দেশের ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর আগে প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়েছিল, যারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়।
১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে পালিত হচ্ছে এই দিবস। ১৯৯৩ সালে প্যারিসে ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকেই দিনটি বিশ্বব্যাপী পালিত হতে থাকে।
জাতি গঠনের মহান কারিগর শিক্ষক-তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এ দিবস উদযাপিত হয় বিশ্বজুড়ে।
ম্যাংগোটিভি/আরএইচ

