বিপিএল নিলামে জমজমাট লড়াই, কোটি ছাড়ানো নাঈম শেখ, মুশফিক–রিয়াদের নিয়ে বিসিবির ‘বিশেষ সম্মান’—সব মিলিয়ে নানা চমক রেখে শেষ হয়েছে বিপিএলের খেলোয়াড় নিলাম। ছয়টি দল নির্ধারিত বাজেট সীমার মধ্যে দেশি ও বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানায়, একটি দল দেশি খেলোয়াড় কিনতে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিদেশি ক্রিকেটারের জন্য ৩ লাখ ৫০ হাজার ডলার ব্যয় করতে পারবে।

চলুন দেখে নেওয়া যাক-কে কত খরচ করল, কার হাতে কত বাজেট বাকি।

রংপুর রাইডার্স

দেশি ক্রিকেটার খরচ: ৪ কোটি ১৬ লাখ টাকা (সবচেয়ে বেশি খরচকারী দল)
বাকি বাজেট: ৩৪ লাখ টাকা
বিদেশি খরচ: ২০ হাজার ডলার
১০ দেশি + ২ বিদেশি দলে নিয়েছে

ঢাকা ক্যাপিটালস

দেশি ক্রিকেটার খরচ: ৩ কোটি ৩৮ লাখ টাকা
বাকি বাজেট: ১ কোটি ১২ লাখ টাকা (সর্বোচ্চ অবশিষ্ট)
বিদেশি খরচ: ৭৫ হাজার ডলার (সবচেয়ে বেশি বিদেশি খরচকারী)
১১ দেশি + ২ বিদেশি দলে নিয়েছে

সিলেট টাইটানস

দেশি ক্রিকেটার খরচ: ২ কোটি ৭৪ লাখ টাকা
বাকি বাজেট: ১ কোটি ৭৬ লাখ টাকা
বিদেশি খরচ: ৫৫ হাজার ডলার
১২ দেশি + বিদেশি কয়েকজন দলে

রাজশাহী ওয়ারিয়র্স

দেশি ক্রিকেটার খরচ: ৩ কোটি ৮১ লাখ টাকা
বাকি বাজেট: ৬৯ লাখ টাকা
বিদেশি খরচ: ৪৫ হাজার ডলার
১১ দেশি দলে নিয়েছে

চট্টগ্রাম রয়্যালস

প্রথমেই নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনে নিলামের সবচেয়ে বড় চমক দেয় দলটি।
দেশি ক্রিকেটার খরচ: ৩ কোটি ৮৭ লাখ টাকা
বাকি বাজেট: ৬৩ লাখ টাকা
বিদেশি খরচ: ৫৫ হাজার ডলার
১১ দেশি দলে

নোয়াখালী এক্সপ্রেস

নতুন ফ্র্যাঞ্চাইজি হয়েও বাজেটে বেশ স্বচ্ছন্দ।
দেশি ক্রিকেটার খরচ: ২ কোটি ৬৩ লাখ টাকা
বাকি বাজেট: ১ কোটি ৮৭ লাখ টাকা
বিদেশি খরচ: ৫৩ হাজার ডলার

রংপুর সবচেয়ে বেশি খরচ করেছে দেশি ক্রিকেটারে। ঢাকা ক্যাপিটালসের হাতে সবচেয়ে বেশি বাজেট অবশিষ্ট। নাঈম শেখ হয়েছেন নিলামের ‘কোটিপতি চমক’। বিদেশি ক্রিকেটারে ঢাকার খরচ সর্বোচ্চ।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version