বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু স্বাভাবিক থাকলে শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় তাঁর লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

তবে যাত্রায় কিছু বিলম্বের আশঙ্কা দেখা দিয়েছে। খালেদা জিয়াকে বহনের জন্য কাতারের রাজপরিবারের ব্যবহৃত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় ফ্লাইট সময়সূচি পিছিয়ে যেতে পারে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

জোবাইদা রহমান ঢাকার পথে
চিকিৎসার জন্য শাশুড়িকে বিদেশে নিতে যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আজ সকাল সাড়ে ৯টার দিকে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তবে রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্যে দেখা যাচ্ছে, ঢাকায় পৌঁছাতে তাঁর প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হতে পারে।

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার
জোবাইদা রহমান দেশে পৌঁছানোর পরই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আরও জোরদার করা হবে বলে জানা গেছে। এদিকে, তাঁর লন্ডন যাত্রা সামনে রেখে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।

Share.
Exit mobile version