মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। তারা একযোগে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন, যা সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃত হয়েছে।

এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে কসরত প্রদর্শন করে, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version