মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে কোনো ধরনের অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, চলতি বছরও দিনটিতে ঐতিহ্যবাহী প্যারেড অনুষ্ঠিত হবে না।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
সম্প্রতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের পর কোনো অস্থিরতা দেখা যায়নি। বিজয় দিবসকে কেন্দ্র করেও নাশকতা বা অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে দেশের সব স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আগের মতোই অনুষ্ঠানের আয়োজন করা হবে, এমনকি উপস্থিতি ও কার্যক্রম আগের তুলনায় আরও বিস্তৃত হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, মহান বিজয় দিবস যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপিত হয়-এমনটাই সরকারের প্রত্যাশা।
এ ছাড়া ডিবি পরিচয়ে এক সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া ও পরে ছেড়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আমি প্রথমবার শুনলাম। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। কোনো অনিয়ম হয়ে থাকলে দেখা হবে।’
ম্যাংগোটিভি/আরএইচ
