চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে রাজশাহীর অচল আইটি পার্ক সচল করা, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এটি ছিল তার প্রথম জনসভা। তার আগমনকে ঘিরে মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও এই অঞ্চলে আম সংরক্ষণের কোনো হিমাগার নেই। ফলে চাষিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। বিএনপি সরকার গঠন করলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই অঞ্চলে আম সংরক্ষণের আধুনিক হিমাগার নির্মাণ করা হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী শিক্ষা নগরী হলেও এখানে কর্মসংস্থানের বড় সংকট রয়েছে। রাজশাহীতে একটি আইটি পার্ক থাকলেও সেটি দীর্ঘদিন ধরে অচল। বিএনপি সরকার গঠন করলে আইটি পার্কটি সচল করে শিক্ষিত ও দক্ষ তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আইটি খাতে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে রাজশাহীকে একটি কার্যকর কর্মসংস্থানকেন্দ্রে রূপান্তরের কথাও জানান তিনি।

বেকারত্ব দূরীকরণে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে তরুণ ও নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, যারা দেশে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

কৃষকদের স্বার্থে বড় ঘোষণায় তারেক রহমান বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু, উন্নত চিকিৎসা সেবার জন্য রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

পদ্মা ব্যারেজ প্রসঙ্গে তিনি বলেন, ধানের শীষ সরকার গঠন করলে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।

বরেন্দ্র প্রকল্পের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্পকে গত ১৬ বছরে কার্যত ধামাচাপা দেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করলে প্রকল্পটি পুনরুজ্জীবিত করা হবে। পাশাপাশি এলাকার খাল ও পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, অতীতে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবারও একটি মহল ভোট বানচালের ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভোটের অধিকার ক্ষুণ্ন করতে না পারে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঠিক ও সুষ্ঠু তদন্ত করতে হবে। বিএনপির কোনো সংশ্লিষ্টতা থাকলে দল সহযোগিতা করবে, তবে তদন্ত হতে হবে নিরপেক্ষ এবং আইনের আলোকে বিচার নিশ্চিত করতে হবে।

জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। কর্মসূচি অনুযায়ী, রাজশাহী শেষে তিনি নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে জনসভা শেষে রাতে বগুড়ায় আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version