ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন আলোচিত বিদ্রোহী প্রার্থী নিজ নিজ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন হাঁস প্রতীক, পটুয়াখালী-৩ আসনে হাসান মামুন পেয়েছেন ঘোড়া প্রতীক এবং ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ বরাদ্দ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক।
এই তিনজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরাগভাজন হন এবং এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদ হারিয়েছেন। রুমিন ফারহানা হারিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ, হাসান মামুন হারিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ এবং সাইফুল ইসলাম ফিরোজ হারিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব।
ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছ থেকে প্রতীক বুঝে নিয়ে রুমিন ফারহানা বলেন, তিনি কাঙ্ক্ষিত প্রতীকই পেয়েছেন। তাঁর ভাষায়, ‘আমার ভোটাররা আমাকে হাঁস মার্কা দিয়েই চেনে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণরা সবাই এই প্রতীকের জন্য দোয়া করেছেন।’ তিনি আরও বলেন, হাঁস প্রতীক তার ভোটারদের আবেগের প্রতীক এবং এটি কেউ ‘চুরি’ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে নামায় তাঁকে বহিষ্কার করা হলেও স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ তাঁর পক্ষে অবস্থান নিয়েছে। হাসান মামুন বলেন, তিনি জনগণের ভালোবাসার ওপর ভর করেই মাঠে নেমেছেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি। কাপ-পিরিচ প্রতীক পেয়ে তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের অনুরোধেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর দাবি, তিনি বিদ্রোহী নন এবং জনগণই ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে।
এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। বিদ্রোহী প্রার্থীদের প্রতীক পাওয়ার মধ্য দিয়ে সংশ্লিষ্ট আসনXCগুলোতে ভোটের লড়াই আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ম্যাংগোটিভি /আরএইচ

