মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।
আদালতের বাইরে এ সময় বেশ কয়েকজন আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল করেন।
আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫–১৬ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার।
বাউল শিল্পী আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করেন। পরে ফৌজদারি বিধি অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিন আবেদন করা হয়। সোমবার সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, আদালতে দোষী প্রমাণিত হলে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার বলেন, মহান আল্লাহ ও কোরআন সম্পর্কে জ্ঞান ছাড়াই যাতে কেউ মনগড়া বক্তব্য দিতে না পারে, সে বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে। নথির তথ্য সঠিক পাওয়ায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানের আসরে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠলে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। তাকে শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। অন্যদিকে বাউল সমাজ আবুল সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ ও নানা কর্মসূচি পালন করে।
