বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিতব্য ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’-তে ১০ কোটি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগে অংশ নিয়ে বিনিয়োগ কার্যক্রমে যুক্ত হলো বেসরকারি এই ব্যাংকটি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তরের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি’র পরিচালক নওশাদ মোস্তফা-এর কাছে চেক হস্তান্তর করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ফাইনান্সিং বিভাগের প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরীসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে দেশের উদীয়মান স্টার্টআপগুলোকে অর্থায়ন সহায়তা দেওয়া হবে, যা উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে স্টার্টআপ বিনিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version