বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন করতে যাচ্ছে ‘অ্যামেক্স মেম্বার উইক’। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক দেশের আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডধারীদের জন্য দিচ্ছে নানা সুবিধা, অফার ও এক্সক্লুসিভ প্রমোশন।

আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে দীর্ঘ ও সফল অংশীদারিত্বের অংশ হিসেবে এই আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক কার্ডধারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটা ও পেমেন্ট অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলতে চায়।

পুরো সপ্তাহজুড়ে দেশের জনপ্রিয় শপিং, ডাইনিং, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচার ক্যাটাগরিতে কেনাকাটায় অ্যামেক্স কার্ডধারীরা পাবেন ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা (শর্ত প্রযোজ্য)। এই অফার দেশের সব প্রধান শহরে কার্যকর থাকবে।

এছাড়া, অ্যামেক্স কার্ড ব্যবহার করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ওয়ালেটে অর্থ যোগ করলে কার্ডধারীরা পাবেন বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট এবং বিশেষ ক্যাশব্যাক সুবিধা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘অ্যামেক্স মেম্বার উইক’-এর অংশ হিসেবে ব্যাংকটি চালু করছে ‘মার্চেন্ট ইনসেনটিভ প্রোগ্রাম’, যেখানে মোটরবাইক, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন ক্যাটাগরির সেরা পারফর্মিং মার্চেন্টদের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে।

সিটি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক পুনরায় প্রমাণ করছে তাদের অঙ্গীকার—দেশের কার্ড ব্যবসায় নেতৃত্ব বজায় রেখে গ্রাহকদের জন্য বিশ্বমানের পেমেন্ট সলিউশন, অতুলনীয় সুবিধা ও অনন্য অভিজ্ঞতা প্রদান করা।’

উল্লেখ্য, সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ব্র্যান্ডের একমাত্র লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং দেশের কার্ড ব্যবসায় শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।

Share.
Exit mobile version