ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে হামলার হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ধারাবাহিক উস্কানিমূলক ভারতবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর হাতে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি (ডেমার্শ) হস্তান্তর করা হয়। ভারতীয় গণমাধ্যম এএডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

ভারতের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে লক্ষ্য করে হামলার হুমকি দেওয়া হয়েছে এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের বক্তব্যে ভারতবিরোধী উস্কানি স্পষ্ট হয়ে উঠেছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী।

এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে এই কূটনৈতিক তৎপরতা সাম্প্রতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য-যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত-ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন।

ইনকিলাব মঞ্চ আয়োজিত ওই সমাবেশে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ছাত্রনেতা ওসমান হাদির ওপর হামলার পেছনে ভারতের মদদ রয়েছে। এর প্রতিবাদ হিসেবে তিনি ওই মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য ও পাল্টাপাল্টি কূটনৈতিক তলব দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version