আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্বতন্ত্র একটি প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই দলটি নির্বাচন কমিশনের (ইসি) তালিকাভুক্ত কোনো প্রথাগত বা ‘ফরমাল অবজার্ভার’ নয়। যুক্তরাষ্ট্র নিজস্ব উদ্যোগে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে ইসি।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, মার্কিন প্রতিনিধি দল ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা—এই চার অঞ্চলে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে মার্কিন পক্ষ জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে পর্যবেক্ষণে যাবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতে কোনো আপত্তি নেই বলেও জানানো হয়েছে।

ইসি সচিব বলেন, “তারা কোথায় কোথায় যাবেন, সে বিষয়ে একটি তালিকা আমাদের কাছে দেওয়ার কথা বলেছেন। তালিকা পেলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।” ভোটের দিন যান চলাচল সীমিত থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কত সময় এবং কোন ধরনের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকবে, তা মন্ত্রণালয়ই নির্ধারণ করবে।

বৈঠকে ব্যালট পেপারের আকার ও নকশা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণসহ সার্বিক নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে মার্কিন প্রতিনিধিদের অবহিত করা হয় বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়াকে তারা জটিল ও পরিশ্রমসাধ্য হিসেবে উল্লেখ করেছেন এবং ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তারা কোনো অভিযোগ করেননি। বরং অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। এ সময় নির্বাচন কমিশনের কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল, ইনকোয়ারি কমিটি এবং মাঠ পর্যায়ে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম সম্পর্কে তাদের জানানো হয়।

ভোটের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আসন্ন নির্বাচনে সারা দেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তা সদস্য বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন। মার্কিন প্রতিনিধি দলকে এই বৃহৎ নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও অবহিত করা হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version