ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং মেট্রোরেলের সব যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে না মেট্রোরেল সেবা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, রাজধানীর অন্যতম জনপ্রিয় এই গণপরিবহন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

ডিএমটিসিএল-এর পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী এক খুদেবার্তায় বলেন, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।’

অর্থাৎ যাত্রীদের ভোগান্তি এড়াতে শুক্রবারের সব ট্রেন আগের মতোই চলবে।

Share.
Exit mobile version