শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ার এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন দায়িত্বশীল শিক্ষার্থী নিজ নিজ ফেসবুক পোস্টে জানান, সামাজিক উত্তেজনা ছড়াতে পারে এমন মন্তব্য ও অবস্থান নেওয়ার অভিযোগে লাভলুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা দাবি করেন, চলমান পরিস্থিতিতে যারা সহিংসতা বা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই কর্মকর্তাকে থানায় সোপর্দ করার পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, লাভলু মোল্লার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা আগেই নেওয়া হয়েছিল এবং তাকে ওএসডি করা হয়েছিল। নতুন করে ওঠা অভিযোগগুলো নিয়ে পুনরায় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্রজীবনে লাভলু মোল্লা শিশির মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।
ম্যাংগোটিভি/আরএইচ
