প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই আবারও মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী-এমন গুঞ্জনে সম্প্রতি সরগরম শোবিজ অঙ্গন। গুঞ্জন যখন চূড়ায়, তখন সাংবাদিকদের প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য না করে রহস্যময় জবাব দিয়েছেন নায়িকা, যা নতুন করে কৌতূহল বাড়িয়েছে।
গত বছরের শেষ দিকে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়তেই আবারও নতুন করে জল্পনা ছড়ায়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গে স্পষ্ট কোনো মন্তব্য করেননি বুবলী। কৌশলী ভঙ্গিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’
এ সময় ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অসন্তোষের কথা জানান নায়িকা। বুবলী বলেন,
‘অনেক সময় দেখি, আমার বক্তব্য না নিয়েই লেখা হয়—“বুবলী বলেছেন।” এটা ঠিক নয়। শুটিংয়ে থাকলে সব সময় ফোন ধরা সম্ভব হয় না। সে ক্ষেত্রে অন্তত একটি বার্তা আশা করি। বার্তার উত্তর না দিলে সেটার মানে এই নয় যে, কথা না বলেই আমার নামে বক্তব্য তৈরি করা যাবে। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
এদিকে, একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। আসন্ন রোজার ঈদে তার নতুন চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

