অভিনেত্রী শবনম ফারিয়া ফের বিয়ের পিঁড়িতে বসলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঘরোয়া আয়োজনে খেজুর ছিটিয়ে সম্পন্ন হয়েছে এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারিয়ার পারিবারিক বন্ধু।
অভিনেত্রীর স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শবনম ফারিয়া ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। তবে তাদের দাম্পত্য জীবন টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস। পরবর্তীতে তারা বিচ্ছেদের পথে হাঁটেন।
পরে ২০২২ সালের মে মাসে জাহিন রহমানকে বিয়ে করেছিলেন ফারিয়া। তবে সে সংসারও বেশিদিন টেকেনি। এরপর থেকে একাই ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। পরে ছোট পর্দায় একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।
