বলিউডের জনপ্রিয় ও আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন’ ঘিরে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। ‘ডন’ ও ‘ডন ২’-এ শাহরুখ খানের দুর্দান্ত অভিনয়ে চরিত্রটি দর্শকের কাছে আলাদা মাত্রা পেয়েছিল। দীর্ঘ বিরতির পর পরিচালক ফারহান আখতার ‘ডন ৩’ নির্মাণের ঘোষণা দিলে ভক্তদের আগ্রহ চরমে পৌঁছায়। তবে মুখ্য চরিত্রে শাহরুখ খানের বদলে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছেন ভক্তদের বড় একটি অংশ।

এরই মধ্যে নতুন করে গুঞ্জন উঠেছে—‘ডন ৩’-এ আবারও ফিরতে পারেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, রণবীর সিং ব্যক্তিগত ও পেশাগত কারণে সিনেমাটি থেকে সরে যেতে পারেন—এমন আলোচনা কয়েক সপ্তাহ ধরেই চলছিল। সেই জল্পনার মধ্যেই শাহরুখ খানের প্রত্যাবর্তনের সম্ভাবনার খবর নতুন করে ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শাহরুখ খান ‘ডন ৩’-এ কাজ করতে আগ্রহী হলেও একটি শর্ত দিয়েছেন। তার শর্ত অনুযায়ী, ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি সিনেমাটির পরিচালনায় যুক্ত হন, তবেই তিনি এই প্রজেক্টে ফিরতে রাজি হবেন। তবে এ বিষয়ে এখনো পরিচালক ফারহান আখতার কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে ছবির নারী প্রধান চরিত্র নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। শুরুতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও পরে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, এই চরিত্রে কৃতি শ্যাননকে দেখা যেতে পারে। পাশাপাশি খলনায়কের চরিত্রে কাকে নেওয়া হবে, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সব মিলিয়ে ‘ডন ৩’ নিয়ে রহস্য ও জল্পনা দিন দিন বাড়ছে। শাহরুখ খান সত্যিই ফিরছেন কি না, আর অ্যাটলি এই প্রজেক্টে যুক্ত হচ্ছেন কি না—সেসব জানতে এখন ভক্তদের তাকিয়ে থাকতে হচ্ছে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version