এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তবে বহুল প্রতীক্ষিত এ ম্যাচে খেলাধুলার সৌজন্যতা থেকে সরে আসার চিত্রই দেখা গেল দুই অধিনায়কের মধ্যে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে টস জেতার পর বোলিং নেওয়ার সিদ্ধান্ত জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে টস শেষে পাকিস্তানি অধিনায়ক সালমান আগার সঙ্গে স্বাভাবিক রীতি অনুযায়ী হাত মেলাননি তিনি। একইভাবে হাত বাড়াননি পাকিস্তান অধিনায়কও।
এর আগে গ্রুপ পর্ব এবং সুপার ফোরের ম্যাচেও একই দৃশ্য দেখা গেছে। ফলে টুর্নামেন্টজুড়ে ভারত ও পাকিস্তান অধিনায়কের হাত না মেলানো নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে।
ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হলেও রাজনৈতিক বৈরিতার ছায়া এবার মাঠে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আগে বাবর আজম-বিরাট কোহলি কিংবা দুই দলের অন্যান্য ক্রিকেটাররা খেলার পর হাসিমুখে আলাপ-আলোচনা ও হাত মেলানোর মধ্য দিয়ে ক্রীড়াসুলভ আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
যদিও আইসিসির কোনো নিয়ম নেই যে অধিনায়ক বা খেলোয়াড়দের হাত মেলাতেই হবে। তবে আচরণবিধিতে স্পষ্ট বলা আছে-খেলোয়াড়দের খেলা, সতীর্থ, প্রতিপক্ষ, আম্পায়ার এবং ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।