মোবাইল ফটোগ্রাফিতে নতুনত্ব আনা এবং প্রফেশনাল ক্যামেরার সীমা ভাঙতে ফ্ল্যাগশিপ প্রযুক্তি নিয়ে আসছে ভিভো এক্স৩০০ প্রো। জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি উন্নত টেলিফটো লেন্স, শক্তিশালী স্ট্যাবিলাইজেশন এবং নতুন অরিজিন ওএস ৬-সব মিলিয়ে ডিভাইসটিকে ঘিরে ব্যবহারকারীদের প্রত্যাশা বাড়ছে।

ভিভো বলছে-ফ্ল্যাগশিপটির সবচেয়ে বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। পেশাদারমানের এপিও (Apochromatic) লেন্স কালার ফ্রিঞ্জিং ও দূরবর্তী দৃশ্যের ঝাপসা হওয়ার প্রবণতা কমিয়ে আরও স্বচ্ছ ও শার্প ডিটেইল প্রদান করবে। ট্রাভেল, ওয়াইল্ডলাইফ, পোর্ট্রেট বা স্পোর্টস-যে পরিস্থিতিতেই হোক, দূরের ছবিতেও থাকবে পরিষ্কার রঙ ও নিখুঁত শার্পনেস।

টেলিফটো শুটিংকে আরও নির্ভুল করতে যুক্ত হয়েছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ও ডুয়াল প্রো ইমেজিং চিপ। এতে হাত কাঁপলেও ফ্রেম নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। দ্রুত অটোফোকাস, চলমান সাবজেক্ট হ্যান্ডলিং এবং বিশেষ লেন্স কোটিং ছবির আউটপুটকে আরও উন্নত করবে।

পারফরম্যান্স ও ব্যবহার অভিজ্ঞতায় নতুনত্ব আনতে এক্স৩০০ প্রোতে থাকছে আপগ্রেডেড অরিজিন ওএস ৬। স্মুথ ইঞ্জিন প্রযুক্তির কারণে মাল্টিটাস্কিং হবে আরও দ্রুত ও মসৃণ। নতুন ইউজার ইন্টারফেস ডিভাইস ব্যবহারে এনে দেবে আরও সংগঠিত ও আধুনিক ফিল।

ডিজাইনেও প্রিমিয়াম ভাব বজায় রেখেছে ভিভো। মাত্র ৭.৯৯ মিমি পুরুত্বের মিনিমালিস্ট ও সিমেট্রিক ডিজাইনে ফোনটি বাজারে আসবে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক-এই দুই প্রিমিয়াম কালারে।

ভিভোর দাবি-এক্স৩০০ প্রো শুধু আরেকটি ফ্ল্যাগশিপ নয়, বরং মোবাইল ইমেজিংয়ের নতুন মান নির্ধারণকারী একটি ডিভাইস। তাদের মতে, এই ফোন ব্যবহারকারীদের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো আরও নিখুঁতভাবে ধরে রাখার সুযোগ করে দেবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version