অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ অক্টোবর (রবিবার) ইতালির রাজধানী রোম যাচ্ছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠকেও অংশ নেবেন।

এ বিষয়টি আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বনির্ভরতার গুরুত্বে গুরুত্ব দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে। বর্তমানে যে পরনির্ভরতার পরিস্থিতি রয়েছে, তা থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই।’

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version