আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার সামগ্রীতে দলীয় প্রধানের বাইরে তারেক রহমান বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে এ অভিযোগ ও সুপারিশ জানায় দলটি।

সংলাপে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির প্রধান ম্যাডাম খালেদা জিয়া। ওনার ছবি প্রার্থীরা ব্যবহার করলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটাতে আমরা আপত্তি জানিয়েছি। ইসি এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাই দেখার বিষয়।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছি- দল থেকে কোনও প্রার্থী মনোনীত হওয়ার পর তার নিজের ছবি, প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি। ইসিকে বলেছি, আপনারা জাতীয়বাদী দল বিএনপির ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কি না।

তিনি বলেন, বর্তমানে বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া। কিন্তু আমরা দেখছি যারা বিএনপি থেকে মনোনীত হয়েছেন বা হবেন তারা বিভিন্ন প্রচারপত্রে, পোস্টারে, বিলবোর্ডে, লিফলেটে সব জায়গায় তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। আমরা ইসিকে বলেছি, এটি কিভাবে স্ট্রিক্টলি প্রয়োগ করবেন, এটা থেকে বিএনপিকে কিভাবে বিরত রাখবেন এটা দিয়ে আপনাদের (ইসি) সক্ষমতা প্রমাণ হবে।

এনসিপি নেতারা নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান, বিধিমালা কঠোরভাবে প্রয়োগ করে বিএনপির প্রার্থীদের তারেক রহমানের ছবি ব্যবহার থেকে বিরত রাখতে হবে।

সংলাপে এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন দিনের গণভোট আয়োজনের কথা থাকলেও ইসি এখনো কোনো প্রস্তুতি দেখাতে পারেনি। দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।

Share.
Exit mobile version