আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। পোস্টাল ভোটে নিবন্ধনে এবার অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, চূড়ান্ত হিসাবে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
তিনি আরও বলেন, পোস্টাল ভোট ব্যবস্থায় ভোটারদের আগ্রহ প্রমাণ করে যে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়ছে। সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ও কর্মরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো ব্যাপক পরিসরে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে।

