জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, ‘আমি সবসময় আশার বাণী শুনিয়েছি, ভয় দেখিয়ে কিছু করার পক্ষপাতী নই। কিন্তু আজ আমাকে সতর্ক করে বলতে হচ্ছে— চরম জাতীয়তাবাদ, ক্ষতিকর ভূরাজনীতি এবং মানুষের দুর্ভোগের প্রতি ঔদাসীন্য বহু দশকের অগ্রগতিকে ধ্বংস করছে।’
তিনি উল্লেখ করেন, গাজায় বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ সমগ্র জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে। ‘আমাদের চোখের সামনেই নির্বিচার গণহত্যা ঘটছে, অথচ মানবজাতি তা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না,’ বলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ।
ফিলিস্তিন প্রশ্নে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও দাবি জানাচ্ছি— পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে ইসরাইল ও ফিলিস্তিন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করলে তবেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

