দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা প্রতিহত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জনগণ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, পুলিশের ওপর জনগণের হামলার সংখ্যা আগের তুলনায় অনেকটা কমেছে। তবে সম্প্রতি নরসিংদীতে একটি ঘটনা ঘটেছে। আপনারা যেভাবে প্রচার করছেন, যদি এভাবেই প্রচার চালান তবে আমাদের জন্য ভালো হবে। জনগণ যখন দেখবে কাজগুলো ভালো হচ্ছে না, তখন তারাই এসব ঘটনা প্রতিহত করতে যথেষ্ট।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে ডিএমপির ২০টি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পুলিশের যানবাহন ও আবাসন সংকট রয়েছে। তবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার প্রচেষ্টায় সরকারি উদ্যোগে ২০টি পিকআপ ভ্যান দেওয়া সম্ভব হয়েছে। ডিএমপির ৫০টির মধ্যে ২৫টি থানার ভাড়া চলছে এবং ধাপে ধাপে নতুন থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
তিনি বললেন, ‘ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক ঝটিকা মিছিলে গ্রেপ্তার ২৪৪ জনের পর মিছিলের সংখ্যা কমেছে। গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা থাকলে এ সংখ্যা আরও হ্রাস পাবে। নির্বাচন ঘনিয়ে এলে অপরাধও কমবে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সবচেয়ে বড় অংশীদার হলো জনগণ। জনগণ সচেতন ও নির্বাচনমুখী হলে নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি সম্ভব হবে না।

