রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা মামলায় দুই পেশাদার শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সূত্রাপুরে মামুন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিস্তারিত জানানো হবে।

গত সোমবার (১০ নভেম্বর) সকালে সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। তিনি ছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ‘ইমন-মামুন’ গ্রুপের অন্যতম প্রধান। পুলিশ জানিয়েছে, অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে সানজিদুল ইসলাম ইমন ও মামুনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুই দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমে মামুনকে লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলারও আসামি ছিলেন নিহত মামুন। গত বছর জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

সূত্রাপুরের এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে রাজধানীর অপরাধ জগতের আলোচিত দুই গোষ্ঠীর মধ্যে পুরোনো বিরোধের নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Share.
Exit mobile version