সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণ করে পরিচিত নির্মাতা রায়হান রাফী এবার বাংলাদেশের ইতিহাসের অন্যতম করুণ অধ্যায়-২০০৯ সালের বিডিআর বিদ্রোহ-নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রায়হান রাফী বলেন, বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা তার অনেকদিনের। পিলখানায় সংঘটিত ওই বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৭৪ জন সেনা কর্মকর্তা নিহত হন, যা দেশের ইতিহাসে এক হৃদয়বিদারক ঘটনা হিসেবে বিবেচিত।

রাফী বলেন, ‘আমার খুব ইচ্ছে আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন সেনাকে হত্যা করা হলো, একের পর এক লাশ বের হলো, গণকবর দেওয়া হলো। কিন্তু ভেতরে আসলে কী ঘটেছিল, তা এখনো পুরোপুরি জানা যায়নি। আরও তথ্য ও প্রামাণ্য উপাত্ত পাওয়া গেলে তখন এ নিয়ে কাজ করতে চাই।’

সত্য ঘটনা অবলম্বনে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়ার কথাও জানান এই নির্মাতা। তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত তার ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তির সময় সেন্সর বোর্ড প্রথমে নিষিদ্ধ করেছিল। পরে সরকার পরিবর্তনের পর সেটি মুক্তি পায়।

রাফীর ভাষ্য, ‘সাহস থাকলে সত্য ঘটনা নিয়ে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য হচ্ছে—এই ধরনের অন্যায় ও ভয়াবহ ঘটনা যেন সমাজে আর না ঘটে, সেই সচেতনতা তৈরি করা।’

এর আগে বরগুনার আলোচিত রিফাত-মিন্নি হত্যা মামলার ঘটনা অবলম্বনে ‘পরাণ’, গাজীপুরের প্রবাসী দম্পতি হত্যা নিয়ে ‘জানোয়ার’ এবং ঢাকার কদমতলী এলাকার ট্রিপল মার্ডার নিয়ে ‘ফ্রাইডে’ নির্মাণ করে দর্শক ও সমালোচকদের নজর কেড়েছেন রায়হান রাফী।

বর্তমানে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। চারটি গল্প নিয়ে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন রাফী। সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর শুটিং শেষ করেছেন এই নির্মাতা। সিনেমাটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version