পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের অরনকোলা হারুখালী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম সবুজ মিয়া (৩৫)। তিনি পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বড় মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে।
আহতরা হলেন ফরিদপুরের বাবু মিয়া (৩০), চুকাই এলাকার নাজমুল হক (৩০) এবং মুন্সীগঞ্জের গজারিয়ার আশরাফুল (৩৫)।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ কয়েকজন ভেতরে আটকা পড়লে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থলেই ট্রাকচালক সবুজ মিয়া মারা যান। তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় জড়িত দুই ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ম্যাংগোটিভি/ আরএইচ
