পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হবে-এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলে স্পষ্ট জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে’-এমন গুজব ছড়াচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে।

বিবৃতিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় আরও জানায়, এ বিষয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। বিভ্রান্তিকর এমন গুজবে কান না দিতে এবং সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version