উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা কমেনি। রোববার (৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবারও একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন।
দিনের তাপমাত্রা সামান্য কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে সূর্যের আলো থাকায় কিছুটা শীত কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকায় শীতের দাপট বাড়ছে।
গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় কনকনে শীত অনুভূত হচ্ছে এ অঞ্চলে। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পুরো এলাকা। ভোরে সূর্য ওঠার পর কিছুটা কমে শীতের অনুভূতি। তবে দুপুর গড়ালেই ফের বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। এতে ভোগান্তি বেড়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া নিম্নআয়ের মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। দু–এক দিনের মধ্যেই রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি সতর্ক করেন।
ম্যাংগোটিভি / আরএইচ
