দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক বলে জানিয়েছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, সরকারের দেওয়া রূপরেখার নির্দিষ্ট সময়সীমা আছে। সেই অনুযায়ী নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে—আমরা সেটার দিকেই তাকিয়ে আছি।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, আপনারা জানেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু গত ১৫ মাস আমরা মাঠে রয়েছি। নির্বাচনের পরও হয়তো আরও কিছুদিন দায়িত্ব পালন করতে হবে। এতে সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি যে চ্যালেঞ্জ মোকাবিলা করে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, এমন পরিস্থিতি বাংলাদেশ আগে কখনও দেখেনি।

তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে। আমি সবাইকে নিশ্চিত করতে চাই-সেনাবাহিনী প্রধান এবং বাহিনীর সিনিয়র নেতৃত্বের প্রতি প্রতিটি সদস্য সম্পূর্ণ অনুগত। সোশ্যাল মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে আলাদা করে ব্যবস্থা নেওয়ার কিছু নেই; মিথ্যাকে সত্যের মাধ্যমে খণ্ডন করাই শ্রেয়।

Share.
Exit mobile version