আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত কিংবা নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এনআইডির ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের তথ্য সংশোধন কার্যক্রম বন্ধ থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইদিন গণভোট আয়োজনের প্রস্তুতিও চলছে। নির্বাচন কমিশন জানায়, এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে-পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, তৃতীয় লিঙ্গ ১ হাজার ২৩৪ জন।

ভোটার তালিকা চূড়ান্তকরণ ও নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এনআইডি পরিবর্তন বন্ধ রাখাকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

Nagad

Share.
Exit mobile version