ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে এবং সর্বনিম্ন প্রার্থী পিরোজপুর-১ আসনে। ঢাকা-১২ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ১৫ জন প্রার্থী, আর পিরোজপুর-১ আসনে মাত্র দুজন প্রার্থী চূড়ান্ত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ঢাকা-১২ আসনের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। এছাড়া খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ ও গাজীপুর-২ আসনে ১২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১১ জন করে প্রার্থী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ ও খাগড়াছড়ি আসনে।

এছাড়া ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে ১০ জন করে প্রার্থী রয়েছেন।

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় পাবনা-১ ও পাবনা-২ আসন ছাড়া ২৯৮ আসনে মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন।

ইসি সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version