ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উপদেষ্টারা যেন প্রার্থী হতে না পারেন-এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন দাবি জানান তিনি। বৈঠকে লিখিতভাবেও এ সুপারিশ জমা দেয় দলটি।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণঅধিকার পরিষদের ছয় সদস্যের প্রতিনিধিদল।

নুরুল হক নুর বলেন, ‘আগের নিয়ম ছিল—তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও অবসর গ্রহণের তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নিতে পারেন না। একইভাবে সরকারের সুবিধাভোগী উপদেষ্টাদেরও তাৎক্ষণিকভাবে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হবে। না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।’

ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, ‘ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। আমরা প্রস্তুতির অগ্রগতি জানতে এসেছিলাম। কমিশন তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। আমাদের প্রত্যাশার চেয়েও কাজ এগোচ্ছে বলে মনে হয়েছে।’

তিনি জানান, গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনের কাছে নয়টি ইস্যুতে দাবি জানিয়েছে। এর বেশ কয়েকটি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে বলেও তারা আশ্বস্ত হয়েছেন।

Share.
Exit mobile version